শনিবার, ৭ এপ্রিল, ২০১২

শুরু হল সম্পুন্ন বাংলা ভাষায় পি এইচ পি শেখার জন্য ওয়েবসাইট

phpbanga200 শুরু হল সম্পুর্ন বাংলা ভাষায় পিএইচপি শেখার জন্য ওয়েব সাইট! || Bangla technology, tutorial, tips and tricks web site

সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি
সবাই কেমন আছেন? আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে এই প্রথম পিএইচপি শেখার জন্য তৈরি হয়েছে একটি বাংলা ওয়েব সাইটযে ওয়েব সাইট এ আপনাদের জন্য প্রকাশিত হবে পিএইচপি টিউটোরিয়াল যা সম্পুর্ন বাংলা ভাষায়তাই আপনার এখন খুব সহজেই পিএইচপি শিখতে পারবেন

পিএইচপি কি?

 

আপনারা সকলেই ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু আপনাদের মধ্যেই এমন অনেকজন আছেন যারা পিএইচপি কি তাই চিনেন নাআসলেই স্বাভাবিক ব্যাপার কারন ইন্টারনেট যেভাবেই ব্যবহার করি আমাদের কাজ চললেই তো হল (!) আসলেই আমারা যে ওয়েব সাইটগুলোতে ভিজিট করি তা কিভাবে বা কোন ধরনের প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি করা জানার প্রয়োজন মনে করি না
পিএইচপি হচ্ছে সেই রকমিই একটি সার্ভার সাইড স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ যা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার একটি ডাইনামিক ওয়েব সাইট অথবা ওয়েব আপ্লিকেশন তৈরি করতে পারবেন

পিএইচপি এর কাজ কি?

যেকোনো সফটওয়্যার দিয়ে কোন না কোন একটি কাজ তো করা যায় তবে সেটা ভালো হোক বা খারাপ হোক, যদি সেটা কাজ না করে তাহলে আমারা সেটাকে মনে করব অটা কোন সফটওয়্যার-ই ছিলনাতেমনি পিএইচপি দিয়ে অনেক বড় বড় ও শক্তিশালী ডাইনামিক ওয়েব সাইট অথবা ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায়
পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে অনেক বড় বড় ওয়েব সাইট এবং আপনারা প্রতিদিনই ব্যবহার করছেন অথচ (অনেকেই) বুঝতে পারে না যে আসলে এই ওয়েব সাইট গুলো কি দিয়ে তৈরি করা

পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে এমন কিছু ওয়েব সাইটের লিস্টঃ

  • ফেসবুক
  • বিডিনিউজ২৪
  • টেকটিউনস
  • সামহোয়্যারইন ব্লগ
এছাড়াও আরও অনেক বড় বড় ওয়েব সাইট আছে যা পিএইচপির সাহায্যেই তৈরি করা হয়েছে

পিএইচপি কেন শিখবো?

উপরের ওয়েব সাইট লিস্ট দেখে আপনার নিশ্চয় জেনে গেছেন যে আসলেই পিএইচপি'র কাজ কি? হ্যাঁ জানলেই বেশি ভালো! অনেকেই চাই নিজের একটি সাইট তৈরি করতে কিন্তু না জানার কারনেই তা আর তৈরি করা হচ্ছে নাবর্তমানে পিএইচপি'র ব্যবহার অনেক বেড়েই চলেছে কারন পিএইচপি একটি মুক্ত সফটওয়্যার এবং এই পিএইচপি দিয়ে নিজের ইচ্ছা মত গতিশীল ওয়েব সাইট বা ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায়এবং পিএইচপি শিখেই আপনি হতে পারেন একজন ওয়েব ডেভেলপার এবং একজন ওয়েব ডেভেলপার এর দাম অনেক যা ফ্রিলান্সিং মার্কেটপ্লেস এ বুঝতে পারা যায়

বাংলায় পিএইচপি কোথায় বা কিভাবে শিখবো?

পিএইচপি শেখার জন্য অনেক ইবুক, ভিডিও টিউটোরিয়াল সহ অনেক ব্লগ এ ইংরেজি ব্লগে দেখা টিউটোরিয়াল পাওয়া যায়তাই অনেকেই পিএইচপি শিখতে পারছেন না বিশেষ করে যারা একটু ইংরেজিতে দুর্বলতাই এই প্রথম আপনাদের জন্যই এলো পিএইচপি বাংলা "একটি মুক্ত অনলাইন পিএইচপি পাঠশালা" যা আপনাকে নিয়ে যাবে পিএইচপি'র এক নতুন ভুবনেপিএইচপি বাংলা ওয়েব সাইটে ধারাবাহিকভাবে পিএইচপি'র টিউটোরিয়াল প্রকাশ করা হবেপিএইচপি অ আ ক খ থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের পিএইচপি শেখানো হবে

পিএইচপি বাংলায় দারুণ সুযোগ!

কষ্ট করে আপনারা সবাই প্রতিদিন পিএইচপি শিখে নিজেই একটা "প্রথম পিএইচপি পাতা" তৈরি করলেন অথচ আপনার তৈরিতে কোন ত্রুটি বা ভুল আছে কি না এবং ত্রুটি বা ভুল গুলকেই কেউ ধরিয়ে দেবে বা সমাধান করে দেবে যদি এই রকম কেউ না থাকে (?) তাহলে আপনার সকল কাজ-ই বৃথায় যাবে এবং আপনার পিএইচপি শেখার আগ্রহ কমে যাবে (!) তাই আপনাদের সহযোগিতা করার জন্যই পিএইচপি বাংলার আয়োজন "পিএইচপি ক্লাস রুম" যা পিএইচপির দক্ষ দ্বারা আপনাদের ভুল ও ত্রুটির সকল সমস্যার সমাধান দেবেনপিএইচপি ক্লাস আজই ভর্তি হতে ওয়ার্ডপ্রেস ফেসবুক গ্রুপ এ যোগদান করুন
ওয়েব সাইটঃ http://php.bdrong.com
ফেসবুক ফ্যানপেজঃ এখানে ক্লিক করুন
ওয়ার্ডপ্রেস গ্রুপঃ এখানে ক্লিক করুন
আজই নিবন্ধন করুন পিএইচপি বাংলা টিউটোরিয়াল ওয়েব সাইট এবং শিখুন পিএইচপি সম্পুর্ন বাংলায়!
তাহলে চলুন আমারা সবাই পিএইচপি বাংলা ওয়েব সাইটে দলে দলে যোগদান করি এবং পিএইচপি শিখি বাংলায় যা সম্পুর্ন ফ্রি এবং ফ্রি!

এই লেখাটি সবার নিজের ব্লগ, পাবলিক ব্লগ, বিভিন্ন সোসিয়াল মিডিয়াতে প্রকাশ করার জন্য সবাইকে বিশেষ অনুরোধ করা হচ্ছে

কোন মন্তব্য নেই: